নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় রাজধানী অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে বায়ুর গুণমান ব্যবস্থাপনার কমিশন খড় পোড়ানোর জন্য পরিবেশগত ক্ষতিপূরণ হিসেবে সংশোধনী বিধিমালা, ২০২৪ কার্যকর হবে ৷
জানা গিয়েছে যে, দুই একরের কম জমি আছে এমন কৃষককে ৫০০০ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে। দুই একর বা তার বেশি কিন্তু পাঁচ একরের কম জমি আছে এমন কৃষককে ১০,০০০ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও, পাঁচ একরের বেশি জমি আছে এমন কৃষককে ৩০,০০০ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে।