বাজিতেই দূষণ বৃদ্ধি?

দীপাবলিতে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই পুড়েছে দেদার বাজি। আর তাতেই বেড়েছে মূষণের মাত্রা? কী বলছেন পরিবেশ মন্ত্রী?

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দূষণ মোকাবিলায় বাজির ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি ভালোভাবে নেয়নি বিজেপি। হিন্দু উৎসব দীপাবলিকে টার্গেট করা হচ্ছে বলে সুর চড়িয়েছিলেন অমিত মালব্য। এদিকে, বাজিকেই দূষণ বৃদ্ধির জন্য দায়ী করলেন পরিবেশমন্ত্রী গোপাল রাই।| আজ জাতীয় রাজধানীতে 'গুরুতর' বায়ু দূষণের বিষয়ে, তিনি বলেছেন, "দিওয়ালির পরে বাতাসের গতি কমে যাবে বলে আশা করা হয়েছিল, এবং এই ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল বাজি ফাটানোর পর দূষণের মাত্রা  আজ বেড়েছে।"