নিজস্ব সংবাদদাতা: এক পাইলট তার বান্ধবীকে বিমানের ককপিটে নিয়ে গিয়েছিলেন বলে খবর প্রকাশ্যে এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এয়ার ইন্ডিয়ার দুই পাইলটকে (পাইলট ও কো-পাইলট) সাসপেন্ড করা হয়েছে। ককপিটের নিয়ম ভঙ্গের দায়ে এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিরেক্টরজেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। জানা গেছে, এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। গত সপ্তাহে দিল্লি-লেহ ফ্লাইট এআই-৪৪৫-এর ককপিটে অননুমোদিত এক মহিলাকে ঢুকতে দেওয়ায় দুই পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া। কেবিন ক্রুদের কাছ থেকে ককপিটের নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়ার পরে এয়ার ইন্ডিয়া ম্যানেজমেন্ট এই পদক্ষেপ নিয়েছে।