নিজস্ব সংবাদদাতাঃ দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার পাইলট মহিলা বন্ধুকে ককপিটে ঢোকার অনুমতি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ওই বিমানের এক কেবিন ক্রু। জানা গিয়েছে, এক এয়ার হোস্টেসের অভিযোগের ভিত্তিতে পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, "আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়েছি এবং তদন্ত চলছে। আমরা বিষয়টি ডিজিসিএকেও জানিয়েছি এবং তাদের তদন্তে সহযোগিতা করছি। আমাদের যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" ডিজিসিএ বিষয়টি নিয়ে তদন্ত করছে। ডিজিসিএ জানিয়েছে, "তদন্ত দল প্রাসঙ্গিক ঘটনাগুলো খতিয়ে দেখবে।"