নিজস্ব সংবাদদাতা : ভারতীয় বায়ুসেনার ঝুলিতে প্রথম পরিবহন বিমান। বুধবার সি-২৯৫ বিমানটি ভাদোদরার এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে। গ্রুপ ক্যাপ্টেন পিএস নেগি বিমানটিকে বাহরাইন থেকে উড়িয়ে নিয়ে আসেন। ২৫ সেপ্টেম্বর দিল্লির কাছে হিন্দান এয়ারবেসে নির্ধারিত একটি অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে বিমানটিকে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করবেন।মোট ৫৬ টি বিমান আইএএফ-এ অন্তর্ভুক্ত করা হবে এবং এর মধ্যে ৪০ টি ভারতে টাটা-এয়ারবাস যৌথ উদ্যোগে তৈরি করা হবে বলে খবর।