বিমানবাহিনীর নজরে যুব সমাজ!

ভারতীয় বিমানবাহিনীর ৯১ বছরের উদযাপন। বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল লেহতে।

author-image
Pallabi Sanyal
New Update
sasa

নিজস্ব সংবাদদাতা : টার্গেট যুব সম্প্রদায়! যুবদের বিমানবাহিনীতে অন্তর্ভুক্তি করাই লক্ষ্য! ঘুচবে বেকারত্ব! ৯১ তম বছরে লেহতে একটি বায়ু ও স্ট্যাটিক প্রদর্শনের আয়োজন করা হয় বিমানবাহিনীর তরফে। সেখানে নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়। বিপদকালে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হয় সাহায্যার্থে তাও দেখানো হয় চোখের সামনে। এয়ার কমোডর ডি এস হান্ডা বলেন,"এই স্ট্যাটিক ফ্লাইং ডিসপ্লে করার পিছনে মূল উদ্দেশ্য হল লাদাখের যুবকদের বিমান বাহিনীতে যোগদান করতে অনুপ্রাণিত করা। দ্বিতীয় জিনিসটি হল নাগরিকদের আশ্বস্ত করা যে বিমান বাহিনী জাতির নিরাপত্তার জন্য প্রস্তুত।  ডিসপ্লেতে তিন ধরনের মিসাইল সিস্টেম রয়েছে- SPYDER মিসাইল সিস্টেম, আকাশ মিসাইল সিস্টেম এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম।"

 

 

hiring.jpg