UCC নিয়ে মারাত্মক কথা বলে দিলেন AIMIM সাংসদ

'এটি উপজাতিদের উপরও কার্যকর হবে না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Asaduddin Owaisi

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড) বাস্তবায়নের বিষয়ে AIMIM সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেন, “যখন আপনি হিন্দু বিবাহ আইন, হিন্দু উত্তরাধিকার আইনের ব্যতিক্রম দিচ্ছেন এবং এটি উপজাতিদের উপরও কার্যকর হবে না। তখন এটিকে ইউসিসি বলা যাবে না। এটি কেমন ইউনিফর্ম সিভিল কোড? আপনি কেবল মুসলিমদের বিবাহ এবং বিবাহবিচ্ছেদ বন্ধ করছেন। আপনি ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছেন, কিন্তু যদি কেউ হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হতে চান, তাহলে সেই ব্যক্তির অনুমতি নিতে হবে। তারা ওয়াকফ ধ্বংস করার এবং এর সম্পত্তি লুট করার জন্য এই বিলটি আনছে। যেমন সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, তেমনি এর বিরুদ্ধেও প্রতিবাদ হবে”।

asaduddin owaisin1.jpg