নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান বলেন, "নির্বাচনের সময় তারা মুসলিমদের স্মরণ করে। এনডিএ জোটের নেতারা প্রকাশ্যে বলছেন, ক্ষমতায় এলে মুসলিম সংরক্ষণ বাতিল করা হবে। আমরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চাইছি না। মুসলমানদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য ইন্ডিয়া জোট কী করছে? তারা মুসলমানদের ৯০% সংরক্ষণ চায় কিন্তু কেউ তাদের রাজনৈতিক ক্ষমতায়ন দিতে চায় না বা শিক্ষিত করতে চায় না। এসবই শুধুই 'জুমলা'।"