নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকলেই নিরাপদে থাকবো। এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, "এর মানে আমরা এতদিন সুরক্ষিত ছিলাম না। গত ১০ বছর ধরে আমরা সুরক্ষিত ছিলাম না।" আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, "তারা (বিজেপি) অবশ্যই ভয় পাবে। মহারাষ্ট্রের ৩২৪ জন কৃষক আত্মহত্যা করেছে। এগুলো সরকারের পরিসংখ্যান। কিন্তু আপনি 'জিহাদের' কথা বলছেন। কেন একটি সম্প্রদায়কে ঘৃণা করেন? আপনার দেখা উচিত কেন আপনার সরকার মারাঠাদের সংরক্ষণ করেনি। তাদের দেওয়া উচিত ছিল। এটা তাদের ন্যায্য দাবি।”
'