নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, "সিএএ-কে এনপিআর এবং এনআরসির সঙ্গে যুক্ত করে দেখা উচিত। এটা সঠিক প্রমাণিত হয়েছে। অমিত শাহ লোকসভায় এটি বলেছেন এবং আজ রাজনাথ সিং এটি বলেছেন। সিএএ-এনপিআর-এনআরসির লক্ষ্য ভারতের দরিদ্র, দলিত ও সংখ্যালঘু মুসলিমদের রাষ্ট্রহীন করা।"
/anm-bengali/media/media_files/jD6o2I6xBnzhHstVLQiU.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)