ভারতীয় শিক্ষা বোর্ড সর্বভারতীয় ক্ষেত্রে স্কুল শিক্ষা বোর্ড

সম্প্রতি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন তাদের নয়া নির্দেশিকায় জানিয়েছে, ভারতীয় শিক্ষা বোর্ডকে সর্বভারতীয় ক্ষেত্রে স্কুল শিক্ষা বোর্ড বলে গণ্য় করা হল। ২০১৯ সালে এই বোর্ড তৈরি হয়েছিল। শিক্ষামন্ত্রক আগেই এই বোর্ডকে স্বীকৃতি দিয়েছিল। এবার সেটাই অন্যান্য জাতীয় বোর্ডের সমতূল্য হিসাবে গণ্য করা হবে।

মাথায় রয়েছেন রামদেব

এই বোর্ডের মাথায় রয়েছেন রামদেব। আর রয়েছেন পতঞ্জলির সহ প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণ।

গুরুকূল শিক্ষার আদলে তৈরি এই সিস্টেম

প্রাচীন ভারতে প্রচলিত গুরুকূল শিক্ষার আদলে তৈরি এই সিস্টেম। তবে শুধু যে সনাতনী শিক্ষা ব্যবস্থা তেমনটা নয়। এই সিস্টেমে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থার একটি মিশ্রনের কথা বলা হয়।