জি-২০ সম্মেলনে বিশ্ব নেতাদের স্বাগত জানাবে এআই!

এআই এবার পা রাখতে চলেছে প্রগতি ময়দানে। জি-২০ সম্মেলনে আমন্ত্রিত সে। আগত বিশ্বনেতাদের স্বাগত জানানোর কাজ বর্তেছে তার ওপর। আসছে চমক।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
111

প্রতীকী ছবি


নিজস্ব সংবাদদাতা : জি-২০ সম্মেলনেও এবার ঢুকে পড়লো এআই! দিল্লিতে ভারত মণ্ডপমে আয়োজিত অনুষ্ঠিত হতে চলা জি-২০ সম্মেলনে 'মাদার অফ ডেমোক্রেসি' প্রদর্শনীতে এবার বিশ্বনেতাদের স্বাগত জানানোই কাজ হবে এআইয়ের। জানা গিয়েছে প্রদর্শনীটি "বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত" ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য প্রদর্শন করবে। অডিওটি ইংরেজি, ফ্রেঞ্চ ম্যান্ডারিন, ইতালীয়, কোরিয়ান এবং জাপানিজ সহ ১৬টি ভাষায় উপস্থাপিত হয়েছে।ভারতের গণতান্ত্রিক নৈতিকতার ইতিহাস একাধিক কিয়স্কে সাজানো ২৬টি ইন্টারেক্টিভ স্ক্রিনের মাধ্যমে সংক্ষিপ্ত করা হবে এবং পুনরুদ্ধার করা হবে বলে জানা যাচ্ছে।প্রদর্শনী এলাকায় পা রাখার পর  রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি এবং অন্যান্য অতিথিদের স্বাগত জানাবে এআই। প্রদর্শনী যে জায়গায় হবে সেই হলের মাঝখানে হরপ্পা কন্যার একটি প্রতিরূপ ভাস্কর্য স্থাপিত হবে ঘূর্ণায়মান উন্নত মঞ্চে।