নিজস্ব সংবাদদাতা: আজকাল AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বেশ কিছু বিষয়কে অনেক সহজ করে বোঝা যায়। আবার এই কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক অবাস্তব বিষয়কে বাস্তব করে তোলে। ঠিক তেমনভাবেই রামের মুখ বাস্তবে ফুটিয়ে রইল এই প্রযুক্তি। ৫ বছর বয়সের রামের চেহারা কল্পনা করেই অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে ছোট্ট রামলালার মূর্তি। এবার সামনে এল ৫ বছর বয়সের ছোট্ট রামের মুখ। এই বয়সে কেমন দেখতে হতে পারে তাঁকে? সেই কল্পনা করেই তাঁকে তুলে ধরল কৃত্রিম বুদ্ধিমত্তা।