নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার সকাল থেকেই ইন্ডিয়া গেট (India Gate) এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এমনকি ঘটনাস্থলে হাজির রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং দিল্লি পুলিশ। লাগাতার বেশ কিছু সময় ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তীগিররা (Wrestlers Protest)। গত ২৮ মে জন্তর মন্তর থেকে বিতাড়িত হওয়ার পর কুস্তিগীররা জানিয়েছেন, তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন এবং ইন্ডিয়া গেটে 'মৃত্যু না হওয়া পর্যন্ত' অনশন চালিয়ে যাবেন। তবে মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, ইন্ডিয়া গেটে তাদের বিক্ষোভ করতে দেওয়া হবে না কারণ এটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ এবং বিক্ষোভের স্থান নয়।