সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন! তার আগে বড় ঘোষণা

সংসদে শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) শুরু হওয়ার আগে প্রকাশ্যে এল বড় তথ্য।

author-image
SWETA MITRA
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েকদিনের মধ্যেই সংসদে শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) শুরু হবে, তবে তার আগেই বড় ঘোষণা হয়ে গেল। জানা গিয়েছে, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগে লোকসভা সচিব এমপিদের একটি পরামর্শ জারি করেছেন যে ব্যক্তিগত কর্মী এবং কোনও তৃতীয় পক্ষ ডিজিটাল সংসদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না। এমনকি নোটিশ দিতে পারবেন না এবং প্রশ্ন জমা দিতে পারবেন না। শুধুমাত্র এমপিএস তাদের নিজস্ব লগইন বিবরণ ব্যবহার করে এটি করতে সক্ষম হবে, ডাইন শুধুমাত্র ওটিপি দিয়ে বৈধ হবে বলে সূত্র মারফত খবর।