রাজ্যসভা নির্বাচনঃ পশ্চিমবঙ্গ থেকে অনন্ত মহারাজকে বেছে নিল BJP

আগামী ২৪ জুলাই গোয়া, গুজরাট ও পশ্চিমবঙ্গের রাজ্যসভার ১০টি আসনে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বর্তমান সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে ১৮ আগস্ট।

author-image
SWETA MITRA
New Update
bjp 3.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তিনি একজন প্রভাবশালী রাজবংশী নেতা। তিনি বাংলাকে বিভক্ত করার জন্য সোচ্চার হয়েছিলেন। তিনি দ্ব্যর্থহীনভাবে কোচবিহারের জন্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা পৃথক রাজ্যের মর্যাদা দাবি করেছিলেন।  

bjp 1.jpg

কোচবিহারের অনন্ত মহারাজের সম্পর্কে জেনে নিন। সম্প্রতি কোচবিহারে তৃণমূল থেকে বিজেপি নেতা হয়ে ওঠা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ  প্রামাণিকের বাড়িতে বসে তাঁর সঙ্গে বৈঠকের পর অনন্ত মহারাজ বলেছিলেন, "কেন্দ্রশাসিত অঞ্চল কোচবিহার এবং উত্তরবঙ্গের কিছু এলাকা একটি আনুষ্ঠানিকতা।“

bjp 2.jpg

রাজ্য বিধানসভায় তাঁদের সংখ্যার জোরে পশ্চিমবঙ্গে একটা মাত্র আসন জিততে পারে বিজেপি। সেই আসনে আজ বুধবার অনন্ত মহারাজের নাম ঘোষণা করল দল। বিজেপির অভ্যন্তরীণ সূত্রগুলো দাবি করেছে যে অনুগত এবং পুরানো, অভিজ্ঞ নেতাদের "নির্ণায়ক রাজনীতির" জন্য উপেক্ষা করা হচ্ছে।