বন্যার জলে ভাসছে একের পর এক এলাকা, বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং হিমাচল এখনও বন্যার কবলে রয়েছে। এদিকে আবহাওয়া অধিদফতর আবারও বৃষ্টির সতর্কতা জারি করেছে। আজ থেকে আগামী কয়েকদিন রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
SWETA MITRA
New Update
flood cm.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এখনও অবধি বন্যার জলে প্লাবিত (Delhi Flood) দিল্লির বহু এলাকা। নিজেদের বাসস্থান ছেড়ে অন্যান্য জায়গায় ঠাঁই নিয়েছেন শয়ে শয়ে মানুষ। যদিও স্বস্তির ব্যাপার এটা যে নতুন করে যমুনা নদীর জলস্তর বাড়েনি। এসবের মাঝেই আজ সোমবার দিল্লিবাসির উদ্দেশ্যে একটি টুইট করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি লেখেন, ‘জল নামছে। এখন মানুষ ত্রাণ শিবির থেকে তাদের বাড়িতে ফিরে যাবে। তাদের জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের সহায়তা করতে হবে। আমি সবার কাছে আবেদন করছি- শরীর, মন, অর্থ দিয়ে মানুষকে সাহায্য করুন। এটি পুণ্যের কাজ।‘