নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) গুজরাটের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে আসার সাথে সাথে এর প্রভাব মারাত্মক আকার ধারণ করছে। সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে গুজরাটের কচ্ছ ও দ্বারকা অঞ্চলে। একই সঙ্গে মুম্বাইয়ে সমুদ্রেও প্রবল হাওয়া ও উঁচু ঢেউ লক্ষ্য করা গিয়েছে। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল রেল। বাতিল করে দেওয়া হল একাধিক ট্রেন। আজ বুধবার পশ্চিম রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৬৯টি ট্রেন বাতিল করা হয়েছে, ৩৩টি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে।‘ ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি-র তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাবে গুজরাট সহ ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। সেই সঙ্গে গুজরাটের ৭টি জেলায় ভারী ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।