চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়', বিপদের আশঙ্কায় ভেঙে ফেলা হল টাওয়ার

ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে বিদ্যুতের সমস্যা দেখা দিতে পারে। এই সম্ভাবনার মধ্যে, কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং একটি পর্যালোচনা বৈঠক করেছেন এবং উপকূলীয় অঞ্চলগুলিতে যাতে বিদ্যুৎ সংকট না হয় তা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
tower.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় বিপদের আগে তৎপর হল গুজরাট সরকার। ধেয়ে আসছে সাইক্লোন ‘বিপর্যয়' (Cyclone Biparjoy)। ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ গুজরাটের ভুজ উপকূল অতিক্রম করতে পারে। এর আগে নিরাপত্তার দিক থেকে এখানে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে জাখাউ উপকূল থেকে ২৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। দেবভূমি দ্বারকা থেকে ২৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত। আবহাওয়া দফতর এখন কমলা সতর্কতার পরিবর্তে রেড অ্যালার্ট জারি করেছে। এদিকে বিপদ অনুধাবন করে দ্বারকায় একটি টাওয়ার (Tower) ভেঙে ফেলা হয়েছে। এটিকে অনিরাপদ ঘোষণা করা হয়েছিল প্রশাসনের তরফে।