নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার হিংসা বিধ্বস্ত মণিপুরে (Manipur) যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে বিশিষ্ট মহলের মতে, অমিত শাহের (Amit Shah) রাজ্য সফরের ওপর অনেক কিছু নির্ভর করছে। এরই মাঝে নতুন করে অশান্ত হয়ে উঠল উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি। জানা গিয়েছে, হিংসার জেরে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। রবিবারই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক বিবৃতিতে বলেন, হিংসায় ৪০ জন জঙ্গি নিহত হয়েছে। আর এই জঙ্গিরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এম-১৬, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার গান ব্যবহার করছিল। তারা অনেক গ্রামে বাড়িঘর জ্বালিয়ে অবধি দিয়েছিল। যদিও রাজ্যবাসীর মতে, রাজ্যের পরিস্থিতি সামাল দিতে একদম ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে অনেকেই বীরেন সিং-এর ইস্তফার দাবি জানিয়েছেন।