নিজস্ব সংবাদদাতা : আজ বড়সড় বেআইনি অস্ত্র সরবরাহ চক্রের পর্দাফাঁস করেছে আগ্রা পুলিশ। একটি বেআইনি অস্ত্র সরবরাহ চক্রে, ব্যাপক ধরপাকড় চালিয়ে আজ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মূল ষড়যন্ত্রকারীও রয়েছে। আগ্রা সদর পুলিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
/anm-bengali/media/media_files/4bGDFxGtZPGewFrk0q9p.jpg)
পুলিশ কমিশনার (ACP) বিনায়ক ভোসলে-র নেতৃত্বে পরিচালিত হওয়া এই অভিযানে ৫টি পিস্তল, ৫টি দেশি বন্দুক, ২১২টি কার্তুজ ও দুটি লাইসেন্সকৃত অস্ত্র (একটি রাইফেল ও একটি পিস্তল) উদ্ধার করা হয়েছে।