বাড়িতে আনা হচ্ছে অগ্নিবীরের মরদেহ, শোকের ছায়া এলাকায়

সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এবং সেনাবাহিনীর সমস্ত পদমর্যাদার অগ্নিবীর গাওয়াতে অক্ষয় লক্ষ্মণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতাঃ বুলধানা জেলার পিম্পলগাঁও সরাই গ্রামে অগ্নিবীর গাওয়াতে অক্ষয় লক্ষ্মণের বাড়িতে লোকজন জড়ো হচ্ছে। তিনিই প্রথম অগ্নিবীর যিনি অপারেশনে জীবন দিয়েছেন। তাকে মোতায়েন করা হয়েছিল বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে। আজ তার মরদেহ তার বাসভবনে আনা হচ্ছে।

 

hiring.jpg

সূত্র মারফত জানা গিয়েছে শহীদের পরিবার সশস্ত্র বাহিনী যুদ্ধের হতাহতের তহবিল থেকে 8 লক্ষ টাকা অবদান পাবে।

hiring 2.jpeg