প্রযুক্তিগত ত্রুটি, পিছিয়ে গেল ভারতের অগ্নিবাণ মিশন!

প্রযুক্তিগত ত্রুটির মুখে ভারতের দ্বিতীয় বেসরকারি রকেট।

author-image
Aniruddha Chakraborty
New Update
জকজ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে 'অগ্নিবান এসওআরটিডি (সাব-ওবিটাল টেকনোলজি ডেমোনস্ট্রেটর)' মিশনের উদ্বোধন স্থগিত করা হয়েছে। উৎক্ষেপণের তারিখ পরে জানানো হবে। এর আগে ২২ মার্চ ভারতীয় সময় সকাল ৭টায় শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে যাত্রা করার কথা ছিল।

চেন্নাই ভিত্তিক স্পেস টেক স্টার্টআপ অগ্নিকুল কসমসের এসওআরটিডি মিশন একটি একক পর্যায়ের উৎক্ষেপণ যান। সংস্থাটি ইসরোর মূল প্যাকেজগুলোর সঙ্গে অগ্নিবান এসওআরটিডিকে একীভূত করেছে।

Add 1

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'গত রাতে পুরো কাউন্টডাউন রিহার্সাল থেকে কিছু ছোটখাটো পর্যবেক্ষণের ভিত্তিতে সতর্কতা অবলম্বন করছি। নতুন তারিখ এবং সময় সম্পর্কে আপনাদের সবাইকে অবহিত করব। এত সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।' 

স্ব

স

স