নিজস্ব সংবাদদাতা: দিল্লির কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এদিন বলেন, “এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে পার্থক্য কেবলমাত্র ৩০ টি আসনের। আমি এই ক্ষেত্রেই বুঝতে পারছি যে, সাধারণ মানুষ বিজেপির নৈতিক ক্ষতি করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী মোদির ক্ষতি করেছেন। কেননা তিনি নিজেই বারাণসীতে অনেক ক্ষেত্রে পিছনে ছিলেন। তিনি নিশ্চিতভাবে জিতেছেন কিন্তু সেই জয়টি সুখকর ছিল না। জেডি(ইউ) এবং টিডিপি এই সরকারের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। মোদি ভোটের প্রচারের সময় কংগ্রেসের ইশতেহার সম্পর্কে মিথ্যা প্রচার করেছেন। আমি আশা করি তিনি নির্বাচনের সময় টিডিপির দেওয়া ইশতেহার অবশ্যই পড়ে দেখবেন। টিডিপির সরকার গঠনের বেশি দিন হয়নি এবং জেডি(ইউ) অগ্নিবীর প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছিল। এগুলি মোদি মেনে নেবেন তো?”