নিজস্ব সংবাদদাতা: ফের বিপত্তি ট্রেনে। এবার অগ্নিকাণ্ডের শিকার হল ট্রেন। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে দুটি খালি ট্রেনের বগিতে এদিন আচমকায় আগুন লেগে যায়। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওই দুটি বগিই। কিন্তু সেই মুহুর্তে কেউ ওই দুই বগিতে না থাকায়, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সেকেন্দ্রাবাদের ফায়ার স্টেশন অফিসার ডি মোহন রাও এদিন এই প্রসঙ্গে বলেন, “আজ সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনের বগিগুলিতে আগুনের খবর পাওয়া যায়। ৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে”।
/anm-bengali/media/media_files/G7ylq1eTvcbsP4E57KRx.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)