নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল। নতুন করে ফের গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘আজ থেকে হঠাৎ করে ইলেকটোরাল বন্ড বিক্রির ঘোষণা দিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে হস্তক্ষেপ করছে মোদী সরকার। বর্তমানে পাঁচটি রাজ্যে নির্বাচন চলছে। আর মোদী সরকার হঠাৎ করেই আজ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অস্বচ্ছ বেনামী নির্বাচন বিক্রির ঘোষণা করে দিয়েছেন। নির্বাচনের মাঝখানে ইলেকটোরাল বন্ডকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট এরই মধ্যে রায় সংরক্ষিত রেখেছে। নির্বাচনের সময় ইলেক্টোরাল বন্ড ইস্যু করা এবং বিক্রি করা মোদী সরকার এবং বিজেপির একটি লজ্জাজনক কাজ। এটি নির্লজ্জভাবে অবৈধ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লঙ্ঘন। অবিলম্বে এই বিক্রয় বন্ধ করার আদেশ জারি করার দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি।‘