নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলেন, “বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক, এর দুটি দিক রয়েছে। একটি হল বাংলাদেশে যদি এই ধরনের অস্থিরতা চলতে থাকে, তাহলে কিছু লোক ভারতে আসতে বাধ্য হবে, তাই আমরা করেছি। আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে উত্তর-পূর্বের সব সন্ত্রাসী গোষ্ঠী উচ্ছেদ করা হয়েছিল, এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় হবে এবার। বাংলাদেশ যেন আবারও এই ধরনের সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল না হয় সেটাই আমাদের দুশ্চিন্তা। আমি আশা করি যে ভারত সরকার সেখানে যে সরকারই গঠিত হোক না কেন তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে”।
#WATCH | On situation in Bangladesh, Assam CM Himanta Biswa Sarma says, " The incident that happened in Bangladesh is concerning, there are two angles. One is that if such unrest continues in Bangladesh, then some people will be forced to come to India so we have to secure our… pic.twitter.com/FgKWi6IWpJ