বাংলাদেশে ফের মাথাচাড়া দিয়ে উঠবে সন্ত্রাসী গোষ্ঠী, আশঙ্কা হিমন্তের

'আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
the-sheikh-hasina-led-bangladesh-government-has-declared-an-indefinite-nationwide-curfew-starting-at-044125557-16x9_0-ezgif.com-effects

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলেন, “বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক, এর দুটি দিক রয়েছে। একটি হল বাংলাদেশে যদি এই ধরনের অস্থিরতা চলতে থাকে, তাহলে কিছু লোক ভারতে আসতে বাধ্য হবে, তাই আমরা করেছি। আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে উত্তর-পূর্বের সব সন্ত্রাসী গোষ্ঠী উচ্ছেদ করা হয়েছিল, এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় হবে এবার। বাংলাদেশ যেন আবারও এই ধরনের সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল না হয় সেটাই আমাদের দুশ্চিন্তা। আমি আশা করি যে ভারত সরকার সেখানে যে সরকারই গঠিত হোক না কেন তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে”।

 

bangladesh-political-crisis-052535661-16x9_0
File Picture
Himanta Biswaq1.jpg
File Picture

India Post Advertisement Rakhi_300x250

Adddd