‘NEP মানুষকে শিক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছে’, স্পষ্ট দাবি স্ট্যালিনের

ফের এনইপি নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন এম কে স্ট্যালিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
MK Stalinq.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতীয় শিক্ষা নীতি নিয়ে ফের মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন স্ট্যালিন। 

MK STALINN1.jpg

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এদিন এই প্রসঙ্গে বলেন, “আমরা আপনাদের করের অংশ চাইছি, যা আমরা আমাদের প্রচেষ্টা দিয়ে পরিশোধ করেছি। এতে সমস্যা কী? ৪৩ লক্ষ স্কুলের কল্যাণের জন্য তহবিল প্রকাশ না করে হুমকি দেওয়া কি ন্যায্য? যেহেতু আমরা NEP গ্রহণ করিনি, তাই তারা তামিলনাড়ুর তহবিল প্রকাশ করতে অস্বীকৃতি জানাচ্ছে। যদি এটি সকলকে শিক্ষার আওতায় আনে তবে আমরা এই প্রকল্পকে স্বাগত জানাতাম। কিন্তু NEP কি এমনই? NEP-তে এমন সমস্ত কারণ রয়েছে যা মানুষকে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয়। এই নীতিটি এমনই, এবং সেই কারণেই আমরা এর বিরোধিতা করছি”।