শীতের বিদায়ের আগে ফের উত্তরে নামল তুষার, কিবা কাশ্মীর কিবা মানালি, সর্বত্র বরফে ঢাকা

ডাল লেক বরফমুক্ত হলেও সেখানে শীতের আমেজ এখনও অব্যাহত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vkolkp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বরফের চাদরে মুড়ল হিমাচলপ্রদেশ! সিমলা, মানালি এবং ডালহৌসি সহ বেশ কিছু এলাকায় নতুন করে তুষারপাত এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। তুষারপাতের কারণে, বন্ধ করে দেওয়া হয়েছে হিমাচলের ৩টি জাতীয় সড়ক সহ ২২০টি রাস্তা। তুষারপাতের জেরে সাদা বরফে ঢাকা পড়েছে হিমাচলপ্রদেশের একাংশ। এই নতুন করে তুষারপাত এবং বৃষ্টিপাতের কারণে বেড়েছে ঠান্ডা। তুষারপাতের কারণে সোলাংনালার ওপারে মানালি-লেহ হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

vfyjjlo

অন্যদিকে, পাহাড় চূড়ায় তুষারপাতের কারণে জম্মু-কাশ্মীরের ডোডা জেলার পার্বত্য অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলে ৪ এবং ৫ ফেব্রুয়ারি তুষারপাত হয়েছে। ফলে ফের কমেছে তাপমাত্রা। আইএমডির রিপোর্ট অনুযায়ী, শ্রীনগর শহরে সর্বনিম্ন তাপমাত্রা -২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখনও বেশ ভালো ঠাণ্ডা অনুভূত হচ্ছে শ্রীনগরে। ডাল লেক বরফমুক্ত হলেও সেখানে শীতের আমেজ এখনও অব্যাহত।

vhujjii