ফের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবার হতে চলেছে আরও চমক

'গত মেয়াদে, এই মন্ত্রকটি অসাধারণভাবে পারফর্ম করেছে'৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GHJNKM

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকালই কেন্দ্রীয় মন্ত্রীদের দফতর ভাগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর আজ প্রত্যেকেই নিজেদের দফতরে গিয়ে দায়িত্বভার সামলে নিচ্ছেন। সেরকমই দায়িত্বভার গ্রহণ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

 

এদিন দায়িত্বভার গ্রহণ শেষে ডঃ এস জয়শঙ্কর বলেন, "বিদেশ মন্ত্রকের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আবারও দেওয়া একটি বিশাল সম্মানের বিষয়৷ গত মেয়াদে, এই মন্ত্রকটি অসাধারণভাবে পারফর্ম করেছে৷ আমরা জি ২০ সভাপতিত্ব প্রদান করেছি৷ আমরা চ্যালেঞ্জগুলি গ্রহণ করেছি৷ কোভিড-এর সাথে মোকাবিলা করেছি, ভ্যাকসিন মৈত্রী সরবরাহও করেছি। আমরা অপারেশন গঙ্গা এবং অপারেশন কাবেরির নেপথ্যে ছিলাম, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই মন্ত্রকটি খুব বেশি মানুষ-কেন্দ্রিক মন্ত্রক হয়ে উঠেছে। আমাদের উন্নত পাসপোর্ট পরিষেবার শর্তাবলী, কমিউনিটি ওয়েলফেয়ার ফান্ড সাপোর্ট যা আমরা বিদেশে ভারতীয়দের দিই সেগুলিতে সফলতা এসেছে দ্রুত হারে। আর সেই সকল কাজ নিয়েই ফের শুরু হচ্ছে দফতরের কাজ”।

s jaishankarty2.jpg

Add 1