সুপ্রিম কোর্টে ফের একবার পিছিয়ে গেল শুনানি

আগামীকাল দুপুর ২টোয় হতে চলেছে এই মামলার শুনানি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Supreme court

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি করের মামলা কি তুচ্ছ, গুরুত্বহীন? নাকি সত্য কে ধামাচাপা দেওয়ার এক অনন্য চেষ্টা? অন্তত পর পর দু’দিনের ঘটনা এই প্রশ্ন গুলোয় তুলে দিচ্ছে। ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। ফের একবার আশাহত হলেন জুনিয়র চিকিৎসকেরা। 

গতকাল প্রথম ছিল আরজি কর মামলার শুনানির দিন। পুজোর ছুটি কাটিয়ে সুপ্রিম কোর্টে বসেছিল প্রধান বিচারপতির স্পেশাল বেঞ্চ। প্রথমে দুপুর ২টোর পর শুনানির কথা থাকলেও সেই সময় পিছতে পিছতে ৩.৪৫ বেজে যায়। তখনই জানানো হয় মঙ্গলবার আর হবে না আরজি কর মামলার শুনানি। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, আগামীকাল অর্থাৎ আজ বুধবার প্রথম মামলাই হবে আরজি কর মামলা। 

rg kar statue

প্রধান বিচারপতির বেঞ্চ সকাল সাড়ে ১০টায় বসতেই আরজি কর প্রসঙ্গ ওঠে। কিন্তু দেখা যায় কেস নাম্বার অনুযায়ী ৩৪ নম্বর মামলা হিসেবে ধার্য করা হয় এই আরজি কর মামলাকে। স্বাভাবিক ভাবেই আজও প্রথম হাফ থেকে সেই মামলা পিছিয়ে যায় দ্বিতীয় হাফ-এ। স্থির হয় বিকেল ৩টেয় শোনা হবে এই মামলা। অথচ বিকেল ৪টে বেজে গেলেও দেখা যায় তখনও ৩০ নম্বর কেসের শুনানি চলছে। 

তখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, এরপরও কি আরজি কর মামলার শুনানি সম্ভব? তখন সিজেআই নিজেই বলেন, ‘আজও শোনা হল না আরজি কর মামলার শুনানি। তবে আমরা আগামীকাল অবশ্যই আরজি কর মামলার শুনানি শুনবো। আগামীকালই সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট শোনা হবে’। 

Supreme court

স্বাভাবিক ভাবেই এদিনও শুনানি না হওয়ায় ভেঙে পড়েছেন জুনিয়র ডক্টরসরা। এতো গুরুত্বপূর্ণ মামলাকেও কেন বারবার অবহেলা করা হচ্ছে তাই জানতে চান জুনিয়র চিকিৎসকেরা। যা এখনও জানা যাচ্ছে, আগামীকাল দুপুর ২টোয় হতে চলেছে এই মামলার শুনানি।