ফিরছে পাশ-ফেল, এবার পড়াশোনা মন দিয়ে না করলেই মিলবে ফেলের সার্টিফিকেট

ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
JY35EJ56

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্কুল শিক্ষায় ফের আসছে বড় বদল। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার। সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষায় পাশ করতেই হবে। শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র।

তবে ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে। যদি কেউ ফেল করে তাহলে দু’মাসের মধ‍্য সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করতে পারলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে। 

examfail

স্কুলগুলির ওপর দায়িত্ব থাকবে, যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়। তার শিক্ষায় কোথায় ফাঁক থেকে গিয়েছে, তা খুঁজে বের করতে হবে। সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে, বলে এদিন নির্দেশিকায় জানায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে। তবে রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব কার্যকর করবে কি না, সেই সিদ্ধান্ত নেবে ওই সরকারই।

students