'গরিবদের অধিকার কেড়ে নেবেন না', ফের মোদীকে তুলোধনা খাড়গের

আবারও একবার বিরোধী দলের নেতার রোষের মুখে পরতে হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেঁপে গেল দেশ।

author-image
SWETA MITRA
New Update
kharge modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ সাত সকালে ফের একবার নতুন করে মোদী সরকারকে তুলোধনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আজ বৃহস্পতিবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ২’০০৪ সালের এই দিনে কংগ্রেস পার্টি কোটি কোটি গ্রামীণ মানুষের জীবন রক্ষাকারী – মনরেগা (MNREGA), অর্থাৎ 'মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন' চালু করেছিল, যার কারণে দরিদ্ররা করোনাকালে ন্যায়বিচার পেয়েছিল। ২০২৩ সালের বাজেটে মোদী সরকার এমএনআরইজিএ বাজেট ৩৩ শতাংশ কমিয়েছিল, যার ফলে দরিদ্র পরিবারগুলি ভুগছে। কর্ণাটক সহ বিরোধী শাসিত রাজ্যগুলির কাছ থেকে কোটি কোটি টাকার তহবিল বকেয়া রয়েছে। মোদীজি, মনরেগা আনার জন্য কংগ্রেসকে যতই অভিশাপ দিন না কেন, গরিবদের অধিকার কেড়ে নেবেন না।‘