নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরই ফেব্রুয়ারি মাস পড়তেই ভোট চলে আসবে দোরগোড়ায়। আগামী ৫ ফেব্রুয়ারি রয়েছে নির্বাচন। তার আগে সমস্ত রাজনৈতিক বাকবিতণ্ডাকে পাশে রেখে মনোনয়ন পত্র জমা দিলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন। আর একই সাথে সকলকে কাজ, চাকরি, শিক্ষার জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অরবিন্দ কেজরিওয়াল এদিন এই বিষয়ে বলেছেন, “আমি মনোনয়ন দাখিল করেছি। আমি দিল্লির জনগণকে বলতে চাই, দয়া করে কাজের উন্নতির স্বার্থে ভোট দিন। একদিকে কর্মজীবী দল আছে, অন্যদিকে অপব্যবহারকারী দল রয়েছে। তাই ভোট দিন বুঝে শুনে। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, জল, রাস্তা অনেক কাজ হয়েছে, তাই আশা করি জনগণ আপ-এর কঠোর পরিশ্রমকে দেখেই ভোট দেবে”।
এদিন অরবিন্দ কেজরিওয়াল তার স্ত্রী এবং দলীয় কর্মীদের নিয়ে বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে মিছিল করে গিয়েছিলেন। এই নির্বাচনে তিনি বিজেপির পারভেশ ভার্মা এবং কংগ্রেসের সন্দীপ দীক্ষিতের বিরুদ্ধে লড়াই করছেন।
এদিন প্রথমে কেজরিওয়াল তার স্ত্রীর সাথে কনট প্লেসের প্রাচীন হনুমান মন্দিরে প্রার্থনা করেন। তারপর তিনি নয়াদিল্লি বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দেন। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে নিজের এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লেখেন, “আজ আমি আমার মনোনয়ন জমা দিতে যাচ্ছি। সারা দিল্লি থেকে আমার অনেক মা-বোন আমাকে আশীর্বাদ করতে আমার সঙ্গে আসবেন। মনোনয়ন জমা দেওয়ার আগে, আমি বাল্মীকি মন্দির এবং হনুমান মন্দিরে যাব। প্রভুর আশীর্বাদ চাইতে”। এরপরই দেখা যায় তিনি তাঁর স্ত্রীয়ের সাথে এবং গোটা আপ পরিবারকে সঙ্গে নিয়ে যান মনোনয়ন দাখিল করতে।