নিজস্ব সংবাদদাতা: মরশুমের প্রথম তুষারপাত হয়ে গিয়েছে। যে সকল পর্যটক সেই সময় জম্মু-কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন, তারা সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হননি। বেশ ভালোই উপভোগ করেছেন ভূ-স্বর্গের শুভ্র কমল রূপ। আর এবার ফের একবার সেই সৌভাগ্য হতে চলেছে। অন্তত আবহাওয়া সেরকমই জানান দিচ্ছে।
আজ সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জম্মু-কাশ্মীরের বিস্তৃর্ণ এলাকা। একই অবস্থা শ্রীনগরেরও। যা জানা যাচ্ছে, রয়েছে তুষারপাতের পূর্বাভাসও। তাই এখন শুধুই অপেক্ষা!