নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীর বিধানসভায় টানা তৃতীয় দিন ধরে ৩৭০ ধারা নিয়ে চললো হট্টগোল। পঞ্চম দিনের অধিবেশন শুরু হওয়ার পরপরই ইস্যুটি ঘিরে উত্তেজনা তৈরি হয়। আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ, যিনি প্রখ্যাত রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার রশিদের ভাই, তাঁর পোস্টার নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়। এতে বিধানসভায় বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মার্শালদের তাঁকে সভা কক্ষ থেকে বের করে দিতে হয়।
এদিন কুপওয়ারা থেকে পিডিপি বিধায়ক ৩৭০ ধারা পুনরুদ্ধারের বিষয়ে একটি ব্যানার দেখানোর পরেই জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল বেঁধে যায়। বিজেপি বিধায়কদের হাতাহাতি ও স্লোগান দিতে দেখা যায়। আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখকে মার্শালরা হাউস থেকে বের করে দেওয়া হয় তারপরই।
অন্যদিকে, বিজেপি বিধায়করা জম্মু ও কাশ্মীর বিধানসভায় 'ভারত মাতা কি জয়' স্লোগান তুলে প্রতিবাদ দেখাতে থাকেন। বাধ্যতামূলক জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার আবদুল রহিম রাথার নির্দেশ দেন, বিজেপি বিধায়কদের হাউস থেকে বের করে দেওয়ার। মার্শালরা এসে তাঁদেরকে বলপূর্বক বিধানসভা থেকে বের করে দেন। বর্তমানে অধিবেশন স্থগিত করে দিয়েছেন স্পিকার।