নিজস্ব সংবাদদাতা: টানা কয়েকদিনের ঝড় বৃষ্টি রাজ্যের তাপমাত্রা কমিয়েছে একধাক্কায় অনেকটাই। কিছুদিন আগে পর্যন্তও তাপপ্রবাহের জেরে রাজ্যের তাপমাত্রা ৪৩ থেকে ৪৭-এর মধ্যে ঘোরাফেরা করছিল। একমাত্র কম তাপমাত্রা ছিল দার্জিলিং-এ। আর এখন রাজ্যের তাপমাত্রা ৩০-৩২ এর মধ্যে ঘোরাফেরা করছে।
তবে আইএমডি বলছে, সুখের দিন শেষের পথে। ফের একবার তাপপ্রবাহ শুরু হচ্ছে রাজ্যে রাজ্যে। আগামী সপ্তাহ থেকেই ফের বাড়তে চলেছে তাপমাত্রা। একই সাথে তৈরি হচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতিও।
যা জানা যাচ্ছে, দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া এবং গুজরাটে তাপপ্রবাহ আরও চলবে আগামী ৯ থেকে ১১ দিন। এছাড়া রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের অবশিষ্ট অঞ্চল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারে ৯ থেকে ১১ মে পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এরাজ্যে আপাৎকালীনের জন্য তাপপ্রবাহের কোনও সতর্কতা জারি করেনি মৌসম ভবন। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলেই জানা যাচ্ছে।