নিজস্ব সংবাদদাতা: মাস দেড়েক আগেই ঘটেছিল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর ঠিক সেই জায়গাতেই ফের ঘটলো দুর্ঘটনা। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনেই লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি। এদিন বেলা ১১টায় রাঙাপানি স্টেশন ছাড়তেই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কক্ষ। অয়েল ট্যাঙ্কার ছিল সেটি। ইঞ্জিনের পরের দুটি অয়েল ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে যায়। ফলে এই মুহুর্তে আপ ডাউন দুই শাখাতেই ট্রেন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ। কিন্তু এতোবার ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রশ্নের মুখে পড়ছে দেশের রেল বিভাগ। গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয় মুম্বই-হাওড়া মেল। লাইনচ্যুত হয় প্রায় ১৮টি বগি। আর কয়েক ঘন্টার ব্যবধানে ফের ঘটে গেল দুর্ঘটনা।