ফের মৃত্যু, ফের ভয় বাড়াচ্ছে গুইলেন বারে সিনড্রোম

এক মহিলা গতকাল সন্ধ্যায় গুইলেন-বারে সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা গেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gb syndrom

File Picture

নিজস্ব সংবাদদাতা: গুন্টুর সরকারি জেনারেল হাসপাতালের (জিজিএইচ) সুপারিনটেনডেন্ট, ডাঃ এসএসভি রমনা এদিন বলেন, “প্রকাশম জেলার কমলাম্মা নামে ৫৫ বছর বয়সী এক মহিলা গতকাল সন্ধ্যায় গুইলেন-বারে সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা গেছেন। জন নামে আরেকজন রোগী ভেন্টিলেটরে আছেন। তিনিও গুইলেন-বারে সিনড্রোমের রোগী কিন্তু তার অবস্থা স্থিতিশীল বলে মনে হচ্ছে। চিকিৎসার পর বাকি সকল রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। লোকজনকে ঠান্ডা জল পান না করার এবং টিনজাত বা সংরক্ষণ করা খাবার না খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে”।

gb