নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বড় সাফল্য পেল বিএসএফ (BSF)। আবারও একবার শত্রুর ছক বানচা করে দিলেন বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, ড্রোনের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফের পক্ষ থেকে তরন তারানের নওশেরা ধল্লার কাছে তল্লাশি অভিযান শুরু করা হয়। এ ছাড়া তল্লাশি অভিযান চলাকালীন সকাল সোয়া ৮টার দিকে নওশেরা ধল্লা গ্রামের একটি বাড়ির কম্পাউন্ড থেকে ভাঙা অবস্থায় একটি ড্রোন উদ্ধার করা হয়। উদ্ধার কৃত ড্রোনটি একটি কোয়াডকপ্টার। এটির মডেল হল ডিজেআই মাভিক ৩ ক্লাসিক। এটি চিনের তৈরি বলে দাবি বিএসএফ-এর।