নিজস্ব সংবাদদাতা: কাঠুয়ায় একটি জনসভায় বক্তব্য পেশ করার সময়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “যখন জম্মু ও কাশ্মীরের কথা, তখন স্বাধীন ভারতের স্লোগান, 'জাহাঁ হুয়ে বলিদান মুখার্জি, ও কাশ্মীর হামারা হ্যায়' প্রতিধ্বনিত হয়। ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় আত্মত্যাগ করেছিলেন। সেই স্বপ্ন পূরণ হবে (৩৭০ ধারা বাতিল) বলেছিল তৎকালীন সরকার। কিন্তু কেউই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আমি প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কৃতজ্ঞ যে তারা সন্ত্রাসবাদের অবসান ঘটিয়েছে এবং ৩৭০ ধারা বাতিল করে ছেড়েছে। তারা নিশ্চিত করেছে যে এটি লাল কেল্লাই হোক কিংবা দিল্লি বা শ্রীনগরের লাল চক, উন্নয়নের মূল স্রোতে যুক্ত হয়েছে এই জম্মু-কাশ্মীর”।