রাহুল গান্ধীর পর এবার সাংসদ পদ হারালেন আফজাল আনসারি

রাহুল গান্ধীর পর এবার সাংসদ পদ হারালেন গাজিপুরের বিএসপি এমপি (BSP MP) আফজাল আনসারি (Afzal Ansari)।

author-image
Aniruddha Chakraborty
New Update
nvcv c

নিজস্ব সংবাদদাতাঃ অপহরণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা আফজাল আনসারিকে লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আফজাল আনসারি গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারির ভাই এবং গাজিপুর আসনের প্রতিনিধিত্ব করেন। লোকসভা সচিবালয়ের বিবৃতিতে বলা হয়, "বিশেষ ট্রায়াল/৯৮০/২০১২-এ উত্তরপ্রদেশের গাজিপুরের অতিরিক্ত দায়রা জজ, এমপি/এমএলএ আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার ফলে, উত্তরপ্রদেশের গাজিপুর লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্বকারী লোকসভার সদস্য আফজাল আনসারিকে দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে অর্থাৎ ২৯ এপ্রিল ২০২৩ সাল থেকে ভারতের সংবিধানের ১০২ (১) (ই) অনুচ্ছেদের বিধান অনুসারে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ১৯৫১ সালের গণআইন।" 

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক কৃষ্ণানন্দ রাই হত্যা মামলায় গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ আফজাল আনসারিকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দিয়েছে মধ্যপ্রদেশ/এমএলএ আদালত। আফজালকে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। গুন্ডা থেকে রাজনীতিবিদ মুখতার আনসারি এবং বিএসপি সাংসদ আফজাল আনসারির বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলায় উত্তরপ্রদেশের গাজিপুরের একটি এমপি-এমএলএ আদালতের রায়কে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।