জয়ের স্বাদ পেতেই জম্মু কাশ্মীরকে NC প্রধান দিলেন বিশেষ বার্তা

আজ উপত্যকার দিকে দিকে সেই জয় উপভোগ করছে ইন্ডিয়া জোট। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fgchbvjnklm;,'

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচনে কার্যত ঝাণ্ডা উড়িয়ে দিল ইন্ডিয়া জোট। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের এই যৌথ উদ্যোগে জয় বিরাট বার্তা দিয়ে দিল বিজেপিকে। প্রথমবারেই এই ঝটকা খানিকটা হলেও ব্যাকফুটে পাঠিয়ে দিল গেরুয়া শিবিরকে। আজ উপত্যকার দিকে দিকে সেই জয় উপভোগ করছে ইন্ডিয়া জোট। 

এরই মধ্যে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এদিন বলেন, “১০ বছর পর জনগণ আমাদের তাদের ম্যান্ডেট দিয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমরা তাদের প্রত্যাশা পূরণ যেন করতে পারি। এখানে 'পুলিশ রাজ' নয়, এখানে এবার 'লোগন কা রাজ' হবে। আমরা চেষ্টা করবো যারা নিরপরাধ ব্যক্তি, তাঁদেরকে কারাগার থেকে মুক্ত করতে। মিডিয়া এবার এখানে স্বাধীন। আমাদের হিন্দু ও মুসলমান ভাইয়েদের মধ্যে বিশ্বাস গড়ে তোলার কাজ শুরু করবো। আমি আশাবাদী যে ইন্ডিয়া জোট আমাদের পাশে এরপরও থাকবে”।

YJH5EJ4

হরিয়ানায় কংগ্রেসের পারফরম্যান্স নিয়ে ফারুক আবদুল্লাহ এদিন আরও বলেন, “আমি দুঃখিত যে কংগ্রেস হরিয়ানায় জয়ী হয়নি। আমি মনে করি এটি তাদের অভ্যন্তরীণ বিরোধের কারণে ঘটেছে”।

Adddd