নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে হিংসা বিধ্বস্ত মণিপুরে (Manipur) বড় সাফল্য পেল বিজেপি (BJP)। সম্প্রতি হিংসায় জর্জরিত উত্তর-পূর্ব রাজ্য মণিপুর সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে গিয়ে সকলের কাছে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার আবেদন করেন। আর এরপরেই ঘটল এক দারুণ ঘটনা। জানা গিয়েছে, আজ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আবেদনের পর মণিপুরের বিভিন্ন জায়গায় ১৪০টি অস্ত্র আত্মসমর্পণ করা হয়েছে। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, অস্ত্রগুলির মধ্যে রয়েছে এসএলআর ২৯, কার্বাইন, একে, ইনসাস রাইফেল, ইনসাস এলএমজি, .৩০৩ রাইফেল, নাইন এমএম পিস্তল, .৩২ পিস্তল, এম ১৬ রাইফেল, স্মোক গান ও টিয়ার গ্যাস, দেশীয় তৈরি পিস্তল, স্টন গান, মডিফাইড রাইফেল, জেভিপি এবং গ্রেনেড লঞ্চার।