ঠিক ভোটের পরই POK দখল করে নেবে ভারত, ঘোষণা করে দিলেন যোগী

উপত্যকায় দাঁড়িয়েই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shah-yogi-modi-pti.

File Picture

নিজস্ব সংবাদদাতা: এখনও বাকি আছে জম্মু-কাশ্মীরের নির্বাচন। এবারে উপত্যকার ভোটের দিকে তাকিয়ে রয়েছে সব কটি দলই। তাই প্রচারের ঝাঁঝ বাড়ছে সেই ভাবেই। এবার উপত্যকায় দাঁড়িয়েই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জম্মু-কাশ্মীরের রামগড়ের জনসভা থেকে এদিন পাকিস্তানকে হুঙ্কার দিয়ে যোগী বলেন, “এখানে বিজেপি ফিরে আসার পর, পাক-অধিকৃত কাশ্মীরও জম্মু ও কাশ্মীরের একটি অংশ হতে চলেছে। আর এতেই পাকিস্তানে হৈচৈ পড়ে গিয়েছে। তারা নিজেদের গণতন্ত্র বাঁচাতে সংগ্রাম করছে এখন অবিরাম। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান, সেখানে খাদ্যের অভাব, স্বাভাবিকভাবেই ভিক্ষুক পাকিস্তান আজ নিজেদের সামলাতে পারছে না। এর থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য জনসাধারণের কণ্ঠস্বর বলছে যে আমাদেরও জম্মু ও কাশ্মীরের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার ছিল। বালুচিস্তান বলছে যে আমাদের রসায়ন পাকিস্তানের সাথে মেলে না কারণ পাকিস্তান মানবতার শত্রু। পৃথিবীকে এই ক্যান্সার থেকে মুক্ত করতে হবে”।

yogi tkl1.jpg
File Picture

Adddd