নিজস্ব সংবাদদাতা: বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব এদিন বলেন, “আমরা প্রথম দফা নির্বাচনের ৪টি আসনেই জিতেছি এবং আমরা ভাল অবস্থানে আছি। আমরা একটি ভাল প্রতিক্রিয়া পেয়েছি জনতার কাছ থেকে। বিজেপির '৪০০ পার' সিনেমা প্রথম দিনে সুপার ফ্লপ হয়েছে। বিহারের মানুষ এবার ভোট নিয়ে সচেতন এবং তাদের শিক্ষা দেবে”।
/anm-bengali/media/media_files/PqC2tdIFnt3V7ZyrzaEb.jpg)
/anm-bengali/media/media_files/kXIsNbj3vldXES3Pz20J.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)