সইফের পর নিশানায় শাহরুখ! মুম্বই পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

সইফের পর দুষ্কৃতীদের নিশানায় শাহরুখ খান।

author-image
Tamalika Chakraborty
New Update
shah rukh khan

নিজস্ব সংবাদদাতা: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর নতুন তথ্য। জানা গিয়েছে, শুধু সইফ নন, হামলাকারীর পরবর্তী টার্গেট হতে পারতেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও।

সম্প্রতি, শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মন্নতের চারপাশে নজরদারি বা রেইকি করেছে বলে সন্দেহ। ইতিমধ্যেই শাহরুখের বাড়ি পরিদর্শন করেছে পুলিশের একটি দল।

সইফের উপর ভয়াবহ হামলা
বুধবার রাতে অভিনেতা সইফ আলি খানের উপর ছুরিকাঘাত করা হয়। অভিযুক্ত তাঁকে ছয়বার ছুরি মারে, যার মধ্যে একটি ছুরির টুকরো সইফের শিরদাঁড়ার পাশে ভেঙে যায়। অস্ত্রোপচারের মাধ্যমে সেই টুকরো বের করা হয়। বর্তমানে সইফ স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

এই ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে সক্রিয় হয় মুম্বাই পুলিশ। গতকাল সারা দিনব্যাপী তল্লাশি চালানোর পর, শুক্রবার সকালে বান্দ্রা স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের দাবি, ১৪ জানুয়ারি মন্নতের কাছে সন্দেহজনক কার্যকলাপ দেখা যায়। একজন ব্যক্তি বাড়ির লাগোয়া একটি জায়গায় ৬-৮ ফুট দীর্ঘ একটি মই দিয়ে মন্নতের ভিতরে উঁকি দেওয়ার চেষ্টা করছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তির উচ্চতা ও চেহারা সইফের উপর হামলাকারীর সঙ্গে মিলে যায়।

পুলিশ সন্দেহ করছে, সইফের উপর হামলা চালানোর আগে এবং পরে একই ব্যক্তি শাহরুখ খানের বাড়িরও রেইকি করেছে।

বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। শাহরুখ খান এবং তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।