রাম মন্দিরের পর কৃষ্ণ জন্মভূমি, তথ্য উসকে দিলেন অসমের মুখ্যমন্ত্রী

'এবার ৪০০ আসন পেলেই কি কৃষ্ণ জন্মভূমি তৈরি হবে না?'

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi ramss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের গিরিডিতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "কংগ্রেস পার্টি, রাহুল গান্ধী, হেমন্ত সোরেন প্রশ্ন করেন কেন পিএম মোদির ৪০০টি আসন দরকার? এর মানে আমাদের সরকার গঠনে তাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রধানমন্ত্রী মোদী ৪০০টি আসন কেন পাবেন, তাতেই তাঁদের প্রশ্ন৷ গতবার আমরা ৩০০ আসন পেয়ে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছি। এবার ৪০০ আসন পেলেই কি কৃষ্ণ জন্মভূমি তৈরি হবে না? কৃষ্ণজন্মভূমিতে 'শাহী ইদগাহ' স্থাপন হয়েছে। সেই সময় কি আসেনি যখন আমাদের ইদগাহের জায়গায় মন্দির তৈরি করা উচিত। ৩০০ আসন বিশিষ্ট প্রধানমন্ত্রী মোদী কি সেটা করিয়ে দেখাতে পারবেন না? ৪০০টি আসন নিয়ে তিনি ফিরে এসে পুনরায় কৃষ্ণজন্মভূমি মন্দির এবং জ্ঞানবাপী মসজিদের জায়গায় একটি মন্দির তৈরি করবেন”।

GFHJBKMN,M

ram temple new.jpg

Add 1