নিজস্ব প্রতিনিধিঃ মণিপুরের (Manipur) হিংসার মূল দুটি কেন্দ্র মোরেহ ও চুড়াচাঁদপুরকে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না মণিপুর সরকার? মণিপুরের উপজাতি বিষয়ক মন্ত্রী লেতপাও হাওকিপ মণিপুরের মোরেহ অঞ্চলের একজন কুকি, আর এই কুকিই ও মাইতেই সম্প্রদায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সূত্রের খবর, মণিপুর পুলিশের গোয়েন্দা ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতা এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভুল রাজনৈতিক মনোভাবের জেরে রাজ্যের পরিস্থিতির অবনতি ঘটেছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রশাসনের ব্যর্থতার জেরে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এবং মণিপুরের সাংসদ রাজকুমার রঞ্জন সিং শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে জনগণকে সংযত থাকার আহ্বান জানান। রাজকুমার রঞ্জন সিং জানান, "কুকি, মাইতেই এবং অন্যান্য সম্প্রদায় সবাই মণিপুরী এবং আমাদের সম্প্রীতির কাঠামো ধ্বংস করা উচিৎ নয়।"