নকশালবাদের বিরুদ্ধে লড়াই, নিহত ৩ জাওয়ান, শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নকশালবাদের বিরুদ্ধে লড়াই করে ৩ জাওয়ান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ তাঁদের শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

author-image
Probha Rani Das
New Update
chattishgarhh cm.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জগদলপুরে বিজাপুর-সুকমা সীমান্তে জোনাগুড়া ও আলিগুড়ার কাছে নকশালদের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারানো জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বিজাপুর-সুকমা সীমান্তে জোনাগুড়া ও আলিগুড়ার কাছে নকশালদের সঙ্গে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো জওয়ানদের শ্রদ্ধা জানানোর পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, “গুলি বিনিময়ে ৩ জওয়ান প্রাণ হারিয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। যে তিন জওয়ান প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। ছত্তিশগড়ে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে নকশালবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও জোরদার হয়েছে। আমরা এই লড়াই চালিয়ে যাব। আহত জওয়ানদের সঙ্গে দেখা করতেও হাসপাতালে গিয়েছিলাম।” 

স্ব

স

স